অর্থ আপন
- যাযাবর জীবন
সবাই বলে আমি আপন
বাবা মা ভাই বোন
রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন;
দিতে গেলে মাইল জুড়ে লাইন
ভেবে পাই না কোথায় ছিল
আমার এত আপনজন
এত আত্মীয় স্বজন!!
চাইতে গেলে কোথাও কেও নেই
শূন্য হাতে ঘুরে বেড়াই
হায় রে আমার আপন জন
কোথায় গেল রে সব বন্ধু বান্ধব
আর অনেক আপন আত্মীয় স্বজন
এমন কি বাবা মা ভাই বোন
পরিবার পরিজন
হায় রে আমার অতি আপনার সব জন!!
অনেক ঠেকে শিখেছিরে ভাই
সবার কাছে স্বার্থ আপন
নিজের আপন যদি কিছু থেকে থাকে
তাহলে সেটা শুধু মাত্র "অর্থ আপন"
দেখে শিখিনি
ঠেকে শিখেছি;
হতে আমার অনেক প্রিয় বন্ধু বান্ধব
আত্মীয় স্বজন
আর অতি আপন রক্তের সম্পর্কের
পরিবার পরিজন;
এমন কি বাবা মা ভাই বোন!!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন