সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

চাঁদনি পাগল



চাঁদনি পাগল
- যাযাবর জীবন

তোর বুকেতেই দেখেছি আমি উথাল প্রেমের ঢেউ
চুপি চুপি দেখেছি আমি আর দেখেনি কেউ

মধ্যরাতে দেখেছি আমি সূর্য প্রেমের ঢেউ
তোর চোখেতেই ছিল শুধু আর দেখেনি কেউ

দেখেছি আমি তোর চোখেতে অহংকারের ঢেউ
তোকে চেয়ে হাত বাড়াতেই পুড়িয়ে দিল কেউ

লক্ষ তারায় খুঁজি আমি একটি চাঁদের ঢেউ
আমার মত চাঁদনি পাগল চাঁদ খোঁজে'নি কেউ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন