রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

অনর্থ


অনর্থ
- যাযাবর জীবন

অতৃপ্ত উপার্জনের ক্ষুধা মিটে গেলে
কি হারিয়েছিস দেখে নিস একবার, পেছন ফিরে চেয়ে;

অর্থের কি অর্থ আছে?
অনর্থ ঘটে গেলে জীবনে।

দেহ'তো নিত্যই কেনাবেচা হয় জীবিকার প্রয়োজনে,
সম্পর্ক কিনতে পেরেছে কে কবে?
অর্থের বিনিময়ে?



বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

চোর



চোর
- যাযাবর জীবন

কত রকম চোর'ই না আছে
জীবন চালায় চুরি করে
কারো চুরি পেটের দায়ে
চুরি শেখে কেও পায়ে পায়ে
কেও চুরি করে মনের আশে
কেও বা শুধুই স্বভাব দোষে;
কেও আছে অর্থ চোর
কেও শুধুই মন চোর
কেও বা আছে কাব্য চোর
চোর মানেই স্বভাব চোর;

সিঁদ কাটা চোর ঘরে ঘরে
প্রেম-রসিক মন চুরি করে
লেখা চুরি ব্লগে ব্লগে
লেখকের কাব্য চোরের ভোগে,
সিঁদ কাটা চোর জেলের ঘরে
মনচোর কারো মনের ঘরে
লেখা চোর আজকাল ফেসবুক জুড়ে
গুগল সার্চ কাব্য চোর ধরে,
চুরি বিদ্যা বড় বিদ্যা
যদি না চোর ধরা পড়ে;

চোরের প্রতিদিন স্বভাব দোষে
মিঠাই মণ্ডায় পেট পুড়ে
পুলিশের একদিন শনির দোষে
কিল চড় ঘুষি পিঠের পরে।



শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

আগুন



আগুন
- যাযাবর জীবন

কিছু আগুন গাছের ডালে
আগুন যখন ফাগুনে
আগুন যখন মনের চালে
আগুন লাগে আগুনে;

ছাইচাপা যতই দেয়া হোক মনের আগুন
ধিকিধিকি জ্বলতে থাকে মনে।



বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

বিনিময়



বিনিময়
- যাযাবর জীবন

অনেক সম্পদ তোদের
অনেকগুলো বাড়ি
অনেক গাড়ি তোদের
উঠোনে সারি সারি;

টাকার মূল্যে
সুখ কিনতে পেরেছিস কি?
এক কানাকড়ি!

অনেক টাকা তোদের
অনেক তোদের নাম
টাকার মূল্যে মানুষ
অনেক তোদের দাম;

ভুলে যাস কেন?
মিশবে একদিন মাটিতে তোদেরও
হাড় মাংস আর চাম।


মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

এপিঠ ওপিঠ



এপিঠ ওপিঠ
- যাযাবর জীবন

আলোতে ভিজে যায় দিন, প্রতিদিন প্রতিদিন
অন্ধকার তো প্রতি রাতেই ভেজে, তিমির আঁধারে;
আজ না হয় রাতটা ভিজুক বৃষ্টিতে
তুই ক্রমাগত অশ্রুতে
আর আমি তো ভিজেই চলেছি প্রতিদিন প্রতি রাতে
শুধুই তোতে;

কেও কাওকে পায় না ছুঁতে
না দিন রাত্রিকে
না অন্ধকার আলোকে
না হাসি কান্নাকে
না তুই আমাকে
না আমি তোকে;

তোর দিন
আমার রাত্রি
তোর সূর্য
আমার চাঁদনি
আমরা দুজন গোল গোলকের দু-প্রান্তে
তোর আর আমার বাস দুজনার দু-ভুবনে,
শুধু ভালোবাসার কিছু অনুভূতি একই রকম আমাদের অনুভবে
মনে মনে
মনে মনে,
আর আমাদের ভালোবাসা
দুজনার দুজনে।



রঙ



রঙ
- যাযাবর জীবন

তোর গালে আঙুল ছোঁয়াতেই লাল হলি তুই
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই রাঙা হলো লজ্জা
তুই আমার না হলেও আমি তোর হয়ে রই;

মন দুয়ারের দরজা মেলে প্রতীক্ষায় প্রহর গোনে জনে জন
কেও দেখা পায় সবুজ মনের
নীল কষ্টে নীলাভ হয় কারো মন;

শরতের মেঘ ভাসে সাদাকালো
সুখের ভেলায় ডানা ভাসায় জোড়া জোড়া মনহংস
বলাকা মন উড়ে বেড়ায় রঙিন
আমি না হয় রইলামই হয়ে তোর অশ্রুর অংশ।