এপিঠ ওপিঠ
- যাযাবর জীবন
আলোতে ভিজে যায় দিন, প্রতিদিন প্রতিদিন
অন্ধকার তো প্রতি রাতেই ভেজে, তিমির আঁধারে;
আজ না হয় রাতটা ভিজুক বৃষ্টিতে
তুই ক্রমাগত অশ্রুতে
আর আমি তো ভিজেই চলেছি প্রতিদিন প্রতি রাতে
শুধুই তোতে;
কেও কাওকে পায় না ছুঁতে
না দিন রাত্রিকে
না অন্ধকার আলোকে
না হাসি কান্নাকে
না তুই আমাকে
না আমি তোকে;
তোর দিন
আমার রাত্রি
তোর সূর্য
আমার চাঁদনি
আমরা দুজন গোল গোলকের দু-প্রান্তে
তোর আর আমার বাস দুজনার দু-ভুবনে,
শুধু ভালোবাসার কিছু অনুভূতি একই রকম আমাদের অনুভবে
মনে মনে
মনে মনে,
আর আমাদের ভালোবাসা
দুজনার দুজনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন