চোর
- যাযাবর জীবন
কত রকম চোর'ই না আছে
জীবন চালায় চুরি করে
কারো চুরি পেটের দায়ে
চুরি শেখে কেও পায়ে পায়ে
কেও চুরি করে মনের আশে
কেও বা শুধুই স্বভাব দোষে;
কেও আছে অর্থ চোর
কেও শুধুই মন চোর
কেও বা আছে কাব্য চোর
চোর মানেই স্বভাব চোর;
সিঁদ কাটা চোর ঘরে ঘরে
প্রেম-রসিক মন চুরি করে
লেখা চুরি ব্লগে ব্লগে
লেখকের কাব্য চোরের ভোগে,
সিঁদ কাটা চোর জেলের ঘরে
মনচোর কারো মনের ঘরে
লেখা চোর আজকাল ফেসবুক জুড়ে
গুগল সার্চ কাব্য চোর ধরে,
চুরি বিদ্যা বড় বিদ্যা
যদি না চোর ধরা পড়ে;
চোরের প্রতিদিন স্বভাব দোষে
মিঠাই মণ্ডায় পেট পুড়ে
পুলিশের একদিন শনির দোষে
কিল চড় ঘুষি পিঠের পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন