বিনিময়
- যাযাবর জীবন
অনেক সম্পদ তোদের
অনেকগুলো বাড়ি
অনেক গাড়ি তোদের
উঠোনে সারি সারি;
টাকার মূল্যে
সুখ কিনতে পেরেছিস কি?
এক কানাকড়ি!
অনেক টাকা তোদের
অনেক তোদের নাম
টাকার মূল্যে মানুষ
অনেক তোদের দাম;
ভুলে যাস কেন?
মিশবে একদিন মাটিতে তোদেরও
হাড় মাংস আর চাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন