মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

রঙ



রঙ
- যাযাবর জীবন

তোর গালে আঙুল ছোঁয়াতেই লাল হলি তুই
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই রাঙা হলো লজ্জা
তুই আমার না হলেও আমি তোর হয়ে রই;

মন দুয়ারের দরজা মেলে প্রতীক্ষায় প্রহর গোনে জনে জন
কেও দেখা পায় সবুজ মনের
নীল কষ্টে নীলাভ হয় কারো মন;

শরতের মেঘ ভাসে সাদাকালো
সুখের ভেলায় ডানা ভাসায় জোড়া জোড়া মনহংস
বলাকা মন উড়ে বেড়ায় রঙিন
আমি না হয় রইলামই হয়ে তোর অশ্রুর অংশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন