ভার্চুয়ালটা এক আজব জগত
এখানে কেউ কারো আপন নয় অথচ সবাই আপনের ভাব ধরে
এখানে বন্ধু গড়ে শত্রুও গড়ে
এখানে সম্পর্ক গড়ে সম্পর্ক ভাঙে
সম্পর্ক মানেই হাসি কান্না দুঃখ বেদনা,
আমি এগুলো ঠিক বুঝি না;
কখনো কখনো কাউকে খুব আপন মনে হয়
আপন ভেবে কখনো সুখ দুঃখের কথা কই
হাসিমুখে খোলা মনে ঠাট্টা মশকরা করি
এরা হাসে, এরা আনন্দের ভাব ধরে, ভাব করে বন্ধুত্বের
আবার পরক্ষণেই ঝাঁপিয়ে পড়ে কি জানি কি কারণে আর অকারণে
আনন্দ পরিণত হয় কষ্টে
তবে এতদিন বন্ধুত্বে হাসি ঠাট্টার সেগুলো কি শুধুই অভিনয়?
আমি ভার্চুয়াল সম্পর্কগুলো ঠিক বুঝি না;
কখনো কখনো ভার্চুয়ালে বন্ধুত্বের আমন্ত্রণ আসে
কখনো কথা আমার লেখায় টুকটাক বলতে বলতে কাওকে বন্ধু মনে হলে আমি আমন্ত্রণ পাঠাই
বেশীরভাগ ক্ষেত্রে আমি আমন্ত্রণে সাড়া দিলেও মাঝে মাখে আশ্চর্য হয়ে দেখি
এতদিন যাদের সাথে মন খুলে কথা বলেছি তাদের মধ্যে অনেকেই আমার আমন্ত্রণে সাড়া দেয় না
হয়তো আমার কথা পছন্দ হলেও আমার চেহারাটায় কিছু একটা আছে, যেটা ওদের পছন্দ হয় না
একদিন, দুদিন করে সপ্তাহ পার হলে মনে কিঞ্চিৎ দুঃখ নিয়ে আমার আমন্ত্রণ ফিরিয়ে নেই,
আসলে ভার্চুয়াল সম্পর্কগুলো আমি ঠিক বুঝিই না;
আমি মাঝে মাঝে ভার্চুয়ালের নানা অসংগতিগুলোর কথা লিখি
সাধারণত যেসব অসংগতি ভার্চুয়ালে দেখি কিংবা আয়নায় নিজের মধ্যেই দেখি
তাই বিশেষ কারো দিকে আঙুল তাক না করে আমি আয়নার মানুষটাকেই লিখি
কেউ কেউ বোঝে, কেউ না বুঝে বক্তব্য নিজের ঘাড়েই নিয়ে নেয় তারপর কথার আক্রমণ
আসলে তোমাদের না বোঝাতে পারার অপরাধ আমারই,
আমার অক্ষমতা ক্ষমা করে দিও;
এই যে আমার ভার্চুয়াল বন্ধুরা!
যদি আমার কোন কথায়, কোন ব্যবহারে কষ্ট পাও তাহলে ক্ষমা করে দিও
ক্ষমা করে দিও মাঝে মধ্যে ভার্চুয়ালে তোমাদের সাথে ঠাট্টা মশকরা করার অপরাধ
ক্ষমা করে দিও না বুঝে তোমাদের মনে কষ্ট দেওয়ার অপরাধ
ক্ষমা করে দিও ভার্চুয়াল সম্পর্ক না বোঝার অপরাধ।
২৬ ফেব্রুয়ারি, ২০২২
#কবিতা
অবোধ্য ভার্চুয়াল সম্পর্ক
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন