একটা দিন
একটা চুপ দিন,
পুরো একটা চুপ দিন আমি তোর কাছে চেয়েছিলাম;
সেদিন সারাদিন আমরা কোন কথা বলি নি
শুধু কিচ্ছুক্ষণ পরপর পরস্পরকে একটু ছুঁয়ে দেয়া
চুপচাপ হাটতে হাটতে হঠাৎ হঠাৎ দুজন দুজনার চোখের দিকে চেয়ে থাকা
তারপর আবার চুপ, একদম নিঃশব্দ চুপ;
আশেপাশে গাছ থেকে কিছু পাতা খসে যাওয়ার শব্দ
একটা দুটো কাকের কা কা রব
চড়ুই এর চিড়িক চিড়িক ডাকের ঢল
খুব হঠাৎ কোথাও পাগলা কোকিলের কুহু কুহুরব
আবার নৈঃশব্দ্যের কোলাহল;
হাটতে হাটতে ক্লান্ত হয়ে সবুজ ঘাস দেখে পাশাপাশি বসে পড়া
তোর মাথাটা আমার ঘাড়ে এলিয়ে দিয়েছিলি
তারপর শুধু সময় বয়ে যাওয়া, নিঃশব্দে
একটা সময় শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে ঝট করে আমার দিকে তাকালি
ও কি! তোর চোখে পানি কেন?
জিজ্ঞেস করতে গিয়েও আমি চুপ হয়ে গিয়েছিলাম
আজ নৈঃশব্দ্যের দিন
আজ কথা বলা বারণ
তবুও কেন একটা চুমু এঁকে দিয়েছিলাম তোর ঠোঁটে!
আজো বুঝি নি কারণ,
কিছুক্ষণ দুজনার ঘন শ্বাস পড়ার শব্দ
তারপর আবার নৈঃশব্দ্য;
একটা দিন, একটা চুপ দিন
একটা পুরো দিন আমরা নৈঃশব্দ্যে কাটিয়েছিলাম
কথা না বলেও ভালোবাসা যায় বুঝেছিলাম
কথা না বলেও আমরা মন ভরে ভালোবেসেছিলাম,
মনে আছে?
আরেকটা নৈঃশব্দ্যের দিন কি আসবে জীবনে?
কে জানে?
সময় বলে দেবে।
২৪ ফেব্রুয়ারি, ২০২২
#কবিতা
একটা চুপ দিন
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন