ইদানীং আমার এক অদ্ভুত খেয়াল হয়েছে
এক অদ্ভুত নেশাই বলতে পারো
আমার নিজেকে জাহির করার,
ঐ তোমাদের ভার্চুয়ালে;
আমার গলা গানের উপযুক্ত না
আমার গলায় সুর নেই, আমি তাল লয় বুঝি না
আমি গান গাইতেই জানি না, তবুও হেঁড়ে গলায় চেঁচাই
কখনো চেঁচিয়ে গান গাই, কখনো মনের খেয়ালে বেসুরে কবিতা আবৃত্তি করি;
মাঝে মধ্যে দেখি ঘরের ভেতরের টিকটিকি দৌড়ে পালায়
মাঝে মধ্যে আরশোলা বের হয়ে আসে
মাঝে মধ্যে কোত্থেকে জানি ইঁদুর বের হয়ে আসে, কুতকুতে চোখে ইতিউতি তাকায়
ওরা হয়তো বুঝতে চেষ্টা করে, বাসায় কি কোন নতুন প্রজাতির প্রাণীর আগমন ঘটেছে!
আমাকে চেঁচাতে দেখে কিছুক্ষণ নিরস চেয়ে থাকে
তারপর চেনা মুখ দেখে আবার ঢুকে যায় যে যার গর্তে,
আমি গান গাইতেই থাকি হেঁড়ে গলায়, সুর তাল লয়হীন হয়ে
আমি আবৃত্তি করে যাই আপন খেয়ালে, ভুলভাল উচ্চারণে
সামনে মোবাইল নামক এক যন্ত্র রেখে
ভার্চুয়াল নামক এক অদ্ভুত জগতে নিজেকে জাহির করে যাই
বিশাল কোন এক গায়ক বলে, কিংবা আবৃত্তিকার;
আরে ভাই, আমার মোবাইল আমিই চালাই, নেটের পয়সা আমিই দেই
আমার গলায় আমি গান গাই, কবিতা আবৃত্তি করি
কিছু লাইক তো তোমরা দিতেই পারো! কমেন্টে একটু আহা উঁহু!
হোক না ইচ্ছের বিরুদ্ধেই, ভার্চুয়ালে যখন বন্ধু হিসেবে আছই!
একটা লাইকে কি আর আসে যায়? কিংবা ছোট্ট একটা কমেন্টে?
এহ! তোমরা গান বুঝে উল্টে ফেলো!
আবৃত্তির কচুটা বুঝো!
আমার খুব জানা আছে;
আরে বাবা! এটা আমার এক অদ্ভুত খেয়াল
এক অদ্ভুত নেশাই বলতে পারো
নিজেকে জাহির করা, আমার নিজেকে
তোমাদের ঐ ভার্চুয়ালে;
আমার পড়ালেখা তোমাদের মত অতটা করা হয় নি
আমার কলমেও জোর নেই
হাতের লেখা তো একদমই ভালো না
কোনটা গল্প, কোনটা কবিতা, কোনটাকে উপন্যাস বলে
তাও জানি না,
কবিতা আর ছড়ার পার্থক্যও বুঝি না
তবুও আজকাল খারাপ হাতের লেখা নিয়েই টুকটাক কিছু এঁকে যাই
আসলে হাতের লেখা যে খারাপ তা তো আর তোমরা দেখতে পাও না!
আজকাল কেই বা দেখতে পায়, সবাই ল্যাপটপেই লেখে
আমিও একটু আধটু চেষ্টা করি
মাঝে মধ্যে ঐ যে নেটের জগতে ঢুকে ভার্চুয়াল দেয়ালে পোস্ট করি
নিজেকে জাহির করতে, কি এক অদ্ভুত নেশার ঘোরে
যখনই নেটে ঢুকি, ঢু দিয়ে ওয়ালে দেখি
লেখাটায় কেউ কিছু বললো? কোন লাইক? কোন কমেন্ট?
আরে ভাই হাতের লেখা যতই খারাপ হোক
লেখা কিছু হোক বা না হোক
আমার ল্যাপটপ তো আমিই চালাই, নেটের পয়সা আমিই দেই
আমার কীবোর্ডে আমিই হাত চালাই
কিছু লাইক তো তোমরা দিতেই পারো!
হোক না ইচ্ছের বিরুদ্ধেই, ভার্চুয়ালে যখন বন্ধু হিসেবে আছই!
একটা লাইকে কি আর আসে যায়? কিংবা ছোট্ট একটা কমেন্টে?
এহ! তোমরা যেন বিশাল বোদ্ধা! গল্প কবিতা বুঝে উল্টে ফেলো!
হুহ! আমার খুব জানা আছে;
আরে বাবা! এটা আমার এক অদ্ভুত খেয়াল
এক অদ্ভুত নেশাই বলতে পারো
নিজেকে জাহির করা, আমার নিজেকে
তোমাদের ঐ ভার্চুয়ালে;
আমি গান গান খেলছি, না থাকুক সুর
আবৃত্তি আবৃত্তি খেলছি, না বুঝি কবিতা
লেখালেখি খেলছি, কিছুই না বুঝে
তোমরাও তো খেলো দেখি মাঝে মাঝে;
খেলো না?
২১ ফেব্রুয়ারি, ২০২২
#কবিতা
গান গান খেলা
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন