সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

কথার কামড়ে সংসার

 প্রেম করলে কথায় মধু 

প্রেম করাটাই ভার 

কথায় কথায় কথার কামড়

মৌমাছি কোন ছাড়! 


কথার কামড় হরহামেশায় 

প্রেমিক কোন ছাড়!

প্রেমিকার ঠোঁটে কথার বিষ 

কথায় অনেক ধার;


প্রেমের ঠোঁটেও অনেক বিষ 

রাগ উঠলেই মনে 

কথার কামড়ে দুজন ভোগে   

ব্যথা টনটনে,


প্রেমিক যখন গরম হয়

প্রেমিকা কিছু নরম 

তাওয়ার ওপর প্রেমিক চড়ে 

প্রেমিকা যখন চরম; 


দুজনার একজন'কে 

হতেই হয় নরম 

আর না হলে প্রেমের দশা 

কালাহারির গরম; 


প্রেম পাকলে দুজনার 

গড়ায় দাম্পত্য 

সংসার নামে দুজনার    

স্ত্রীর আধিপত্য;


ওখানেতে স্বামীর যদি 

একটু উঁচু গলা!

স্ত্রীর গলা চড়তে থাকে 

স্বামীরে তুই পালা; 


স্ত্রীর গলায় থাকবে ধার 

এটাই স্বতঃসিদ্ধ 

কথায় কথায় কথার বিষে

স্বামী হবে বিদ্ধ;   


যতক্ষণ স্বামী বেচারা

মুখ বন্ধ রাখে 

দুজনায় ঘর করে

দাম্পত্যে সুখে। 


#রম্য_ছড়া 


২৬ ফেব্রুয়ারি, ২০২২


 

কথার কামড়ে সংসার   

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন