মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

পার্থক্য


আকাশে যখন চাঁদ না থাকে
তখন জ্যোৎস্না খুঁজো
জ্যোৎস্নাকে না পেলেও
পেয়ে যেতে পারো আমায়
অমাবস্যা আর আমার মধ্যে
পার্থক্য কতটুকু?

চন্দ্রবেলা


আকাশে উঁকি দিয়ে কালো পথিবীর দিকে তাকিয়ে আছে সাদা চাঁদ
ধবধবে সাদা জ্যোৎস্নায় চারিদিক আলোকময়
কিন্তু একি? সাদা চাদের গায়ে ওগুলো কিসের দাগ
ছোপছোপ কালো দাগগুলো কিসের,
ওগুলো কি চাদের কলংক?
না শুভ্র চাদের গায়ে কলংক দিতে হয় না
ওগুলো চাদের টুকরো টুকরো কস্টগুলো
একসাথে জমা হয়ে সাদা চাঁদের গায়ে কালো বেদনা হয়ে ফুটে উঠেছে
ঠিক যেমন আমার বুকের ভেতর টুকরো টুকরো কস্টগুলো দানাবেধে আছে
তাইতো চাদের কস্ট দেখে ছুটে যাই বার বার ওর কাছে
প্রতি চন্দ্রবেলায় ।

রবিবার, ২৭ জুন, ২০১০

প্রতিবিম্ব রূপ

দুটি চেহারায় দেখি মানুষের রূপ
সাদাকালো ক্যনভাসে বা রঙিন রংতুলির ইজেলে আঁকা
সামনে থেকে দেখি তারে একরকম
আবার আয়নায় যখনি দেখি, পাই অন্যরকম
তবে কি আয়নায় দেখা চেহারাটাই সত্যি
যেথায় স্বার্থের সম্পর্ক খেলা করে প্রতিনিয়ত?
আমরা কি তবে অনুক্ষন অভিনয় করে চলেছি
নিজের সাথে অথবা সকলে সকলে
আয়নায় কি মনের প্রতিবিম্ব কখনো দেখেছি?
নিজেকে কি চিনেছি সত্যিকার রূপে?

সোমবার, ২১ জুন, ২০১০

নিয়তির উপহাস

কোন এক ভুলক্ষনে
পরিচয় দুজনে
একটু করে কাছে আসা
একটু একটু ভালোবাসা
ক্ষনিকদিনের ভালোবাসা
অনেকটুকু পাওয়ার আশা

তারপর কি হয়?

ভুলগুলি সব বুঝতে পারা
একটু করে সরে যাওয়া
একটু একটু দূরে সরা
একটু করে কস্ট বাড়া
হেলায় গড়ায় প্রেমের মেলা
হ্রদয় নিয়ে কঠিন খেলা

তারপর?

দুজন দুই ভুবনে
একজন সব ভুলে থাকে
আরেকজন মনে তার ছবি আঁকে
প্রতিক্ষন মনে মনে ভালোবাসে
ভালোবাসার খেলা খেলেছিল দুজনেই
খেসারত গুনে শুধু একজনেই
এটাই ভালোবাসা
এটাই ভালোবাসার পরিহাস
কিংবা নিয়তির উপহাস।

নারীর ষোল কলা

এক কলাতে দোলা লাগে
দুই কলাতে দুর
তিন কলাতে মনে জাগে
পাগলা বাঁশির সুর

চার কলাতে হেলে সে যে
পাঁচ কলাতে কাত
ছয় কলাতে পরে গেল
হল বাজিমাত

সাত কলাতে হৃদয় নিলো
আট কলাতে জান
নয় কলাতে মরল সে যে
দশে গেল প্রাণ

এগারোতে ভুবন দোলে
বারয় পরে বাজ
তের তে যে ভুল হয়ে যায়
মনিষীদের কাজ

চোদ্দ কলায় মনে দোলায়
মুনি ঋষি সদয়
পনরতে হারায় তারা
নারীর প্রেমে হৃদয়

ষোল তে যে নারীর প্রেমে
ভুবন দিশা হারা
ওই কলাটি না দেখিও
দুলছে গ্রহ তারা

দেখাস নেরে ষোল কলা
বদলা রে তোর মত
ষোল কলা দেখাবি যেদিন
আসবে কেয়ামত।

রবিবার, ২০ জুন, ২০১০

একটু পর

আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে

জানালা দিয়ে একটু তাকাও না!


একটু পর……….


এই দেখ দেখ ঝুম বৃস্টি হচ্ছে

চলো না একটু ছাদে গিয়ে ভিজে আসি দুজনে

একটু পর……….

আজকে ব্রাজিল-আরজেন্টিনার খেলা হচ্ছে

চলো না আজকে রাত্রি জেগে দুজনে খেলা দেখি

একটু পর……….

এই তোমার কি আজ রাতের কথা মনে আছে

আজকের এই রাতে তোমার সাথে আমার প্রথম পরিচয়

চলো না আজ রাতটাকে স্বরন করে রাখি

চলো না সারারাত জেগে গল্প করে কাটাই

একটু পর……….

একটু পর

একটু পর

একটু পর

তোমার এই একটু পর শুনতে শুনতে

আমার কান পচে গেছে

তোমার এই একটু পর শুনতে শুনতে

নদী হারিয়েছে গতি

পাখি ভুলে গেছে গান

গাছের পাতাগুলো ঝড়ে গেছে বিবর্ণ হয়ে

তবুও তোমার একটু পর আর শেষ হয় নি

তোমার একটু পর কি আর শেষ হবে না?

একটু আগের কথা একটু ভাবো না!

শুক্রবার, ১৮ জুন, ২০১০

বৃত্ত




অদ্ভুতুরে একটা জীবন পার করছি
নেই তার আশা নেই কোন গতি
একই বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে
বলয় সম্পুর্ন হচ্ছে না
হচ্ছে না কোন বৃত্ত

অন্যরকম


অন্যভূবন অন্যরকম
অন্যগানে অন্যখানে
অন্যসুখ অন্যবাসা
অন্যরকম ভালোবাসা
অন্যসুর অন্যআশা
অন্যরকম পাওয়ার আশা

অন্যরকম মানুষ আমি
অন্যসুরে গাই
অন্যরকম ভালোবাসি
অন্যভাবে চাই

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০১০

পড়ন্ত বেলায়




কেন ভালোবেসেছিলে সাঁঝের বেলায়
সূর্যটা যখন ঢলে পরেছে বিদায় নিতে
ওই বিষন্ন পাহাড়ের কোলে,
সূর্যদয়ের কালে খুঁজেছি তোমায়
খুঁজেছি মধ্যদুপুরের ঝাঁ ঝাঁ রোদে,
যদি পরন্ত বিকেলেও পেতাম তোমায়
ভরে দিতাম সোহাগে অনুরাগে;
ডুবো সূর্যের কিছু নেই আজ দেবার মত
শুধু প্রতিক্ষা অন্যভুবনে যাওয়ার যত

উপেক্ষা


হ্রদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে
তোমার দেয়া টুকরো কস্টগুলো
যেমন রক্তের মাঝে মিশে আছে
লোহিত কনিকাগুলো সব
উপেক্ষার আঘাতে খুড়ছ শুধু হ্রদয়
রক্ত কি ঝরাতে পেরেছ নাকি শুধু কান্না?