মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

চন্দ্রবেলা


আকাশে উঁকি দিয়ে কালো পথিবীর দিকে তাকিয়ে আছে সাদা চাঁদ
ধবধবে সাদা জ্যোৎস্নায় চারিদিক আলোকময়
কিন্তু একি? সাদা চাদের গায়ে ওগুলো কিসের দাগ
ছোপছোপ কালো দাগগুলো কিসের,
ওগুলো কি চাদের কলংক?
না শুভ্র চাদের গায়ে কলংক দিতে হয় না
ওগুলো চাদের টুকরো টুকরো কস্টগুলো
একসাথে জমা হয়ে সাদা চাঁদের গায়ে কালো বেদনা হয়ে ফুটে উঠেছে
ঠিক যেমন আমার বুকের ভেতর টুকরো টুকরো কস্টগুলো দানাবেধে আছে
তাইতো চাদের কস্ট দেখে ছুটে যাই বার বার ওর কাছে
প্রতি চন্দ্রবেলায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন