বৃহস্পতিবার, ১৭ জুন, ২০১০

পড়ন্ত বেলায়




কেন ভালোবেসেছিলে সাঁঝের বেলায়
সূর্যটা যখন ঢলে পরেছে বিদায় নিতে
ওই বিষন্ন পাহাড়ের কোলে,
সূর্যদয়ের কালে খুঁজেছি তোমায়
খুঁজেছি মধ্যদুপুরের ঝাঁ ঝাঁ রোদে,
যদি পরন্ত বিকেলেও পেতাম তোমায়
ভরে দিতাম সোহাগে অনুরাগে;
ডুবো সূর্যের কিছু নেই আজ দেবার মত
শুধু প্রতিক্ষা অন্যভুবনে যাওয়ার যত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন