হ্রদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে
তোমার দেয়া টুকরো কস্টগুলো
যেমন রক্তের মাঝে মিশে আছে
লোহিত কনিকাগুলো সব
উপেক্ষার আঘাতে খুড়ছ শুধু হ্রদয়
রক্ত কি ঝরাতে পেরেছ নাকি শুধু কান্না?
তোমার দেয়া টুকরো কস্টগুলো
যেমন রক্তের মাঝে মিশে আছে
লোহিত কনিকাগুলো সব
উপেক্ষার আঘাতে খুড়ছ শুধু হ্রদয়
রক্ত কি ঝরাতে পেরেছ নাকি শুধু কান্না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন