কোন এক ভুলক্ষনে
পরিচয় দুজনে
একটু করে কাছে আসা
একটু একটু ভালোবাসা
ক্ষনিকদিনের ভালোবাসা
অনেকটুকু পাওয়ার আশা
তারপর কি হয়?
ভুলগুলি সব বুঝতে পারা
একটু করে সরে যাওয়া
একটু একটু দূরে সরা
একটু করে কস্ট বাড়া
হেলায় গড়ায় প্রেমের মেলা
হ্রদয় নিয়ে কঠিন খেলা
তারপর?
দুজন দুই ভুবনে
একজন সব ভুলে থাকে
আরেকজন মনে তার ছবি আঁকে
প্রতিক্ষন মনে মনে ভালোবাসে
ভালোবাসার খেলা খেলেছিল দুজনেই
খেসারত গুনে শুধু একজনেই
এটাই ভালোবাসা
এটাই ভালোবাসার পরিহাস
কিংবা নিয়তির উপহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন