
আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে
জানালা দিয়ে একটু তাকাও না!
একটু পর……….
এই দেখ দেখ ঝুম বৃস্টি হচ্ছে
চলো না একটু ছাদে গিয়ে ভিজে আসি দুজনে
একটু পর……….
আজকে ব্রাজিল-আরজেন্টিনার খেলা হচ্ছে
চলো না আজকে রাত্রি জেগে দুজনে খেলা দেখি
একটু পর……….
এই তোমার কি আজ রাতের কথা মনে আছে
আজকের এই রাতে তোমার সাথে আমার প্রথম পরিচয়
চলো না আজ রাতটাকে স্বরন করে রাখি
চলো না সারারাত জেগে গল্প করে কাটাই
একটু পর……….
একটু পর
একটু পর
একটু পর
তোমার এই একটু পর শুনতে শুনতে
আমার কান পচে গেছে
তোমার এই একটু পর শুনতে শুনতে
নদী হারিয়েছে গতি
পাখি ভুলে গেছে গান
গাছের পাতাগুলো ঝড়ে গেছে বিবর্ণ হয়ে
তবুও তোমার একটু পর আর শেষ হয় নি
তোমার একটু পর কি আর শেষ হবে না?
একটু আগের কথা একটু ভাবো না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন