রবিবার, ২৭ জুন, ২০১০

প্রতিবিম্ব রূপ

দুটি চেহারায় দেখি মানুষের রূপ
সাদাকালো ক্যনভাসে বা রঙিন রংতুলির ইজেলে আঁকা
সামনে থেকে দেখি তারে একরকম
আবার আয়নায় যখনি দেখি, পাই অন্যরকম
তবে কি আয়নায় দেখা চেহারাটাই সত্যি
যেথায় স্বার্থের সম্পর্ক খেলা করে প্রতিনিয়ত?
আমরা কি তবে অনুক্ষন অভিনয় করে চলেছি
নিজের সাথে অথবা সকলে সকলে
আয়নায় কি মনের প্রতিবিম্ব কখনো দেখেছি?
নিজেকে কি চিনেছি সত্যিকার রূপে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন