শুক্রবার, ৪ মার্চ, ২০১১

রাতের অভিসার

প্রতিদিন রাত হলে
ঘর হতে বের করে নিয়ে আস তুমি মোরে
হাতে হাত রেখে স্বপ্নেরও ঘোরে
নিয়ে যেতে চাও তুমি
কোন অভিসারে!

চোখ বন্ধ করে পথ চলি আমি
তোমার হাত দুটি ধরে
রেললাইনের পাত ধরে হেটে চলে যাই
নীল জ্যোৎস্নারও রাতে
বহুদূর পথ হেটে
চোখ মেললেই দেখি তুমি নাই
পথ চলছি একা আমি
হারিয়ে ফেলেছি নিজেকে
এক নিঃসীম অন্ধকারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন