বুধবার, ২৩ মার্চ, ২০১১

ঋণ

ধুলায় ধুসর মেঠোপথ খানি
খেতের আল ঘেসে পায়ে হাটা পথ
চলে গেছে কোন সুদুরের পানে
ছোট্ট একটি গাঁয়ের দিকে
ছোট ছোট সব গাঁ
যেথায় বাস দশ কোটি বাংগালির সেথা
মনে নিয়ে দশ কোটি অভিলাশ।

আর ঠিক পাশাপাশি গড়ে ওঠা
ইট কংক্রিটের সাড়ি
গড়ির ধোয়া, রিক্সার টুংটাং গান
গায়ে গা লাগিয়ে মানুষের পথ চলা
তথাকথিত নগর সভ্যতা
যেথায় বাস করে ছয় কোটি প্রান
ছয় কোটি বাংগালির বসবাসের নগরী
সাথে নিয়ে ছয় কোটি বাসনা।

গ্রাম বা শহরে মিলে মিশে
ষোল কোটি প্রান
ষোল কোটি আশা
একটি তার ভাষা
আমরি বাংলা ভাষা।

ষোল কোটি ঘুম
শুধু একটি স্বপ্ন দেখে
ষোল কোটি মুখে
শুধু একটি নাম জপে
মনে মনে প্রানে প্রানে
মুখে মুখে একটি ডাক আসে
পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে
মা মা
সে যে আমাদের বাংলা মা
মনে জাগে একটি দেশ
সে যে আমার সোনার বাংলাদেশ।

রাহুগ্রস্থ আজ শুধু ষোলশ মানুষের হাতে
কিংবা হয়তো ষোল হাজার মাত্র
চল্লিশ বছরেও কুকুর রূপী ওই রাহুগুলির
ধ্বংশিবার তৈরী হয়নি আজো কোন ক্ষেত্র?

তিরিশ লক্ষ শহীদের ঋণ
শুধিবার সময় কি হয়নি আজো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন