বুধবার, ২ মার্চ, ২০১১

জীবন বৃত্ত

জীবনের বৃত্তটা বোধহয় পূর্ণ হতে চলেছে।
অনেক অনেক কাল আগের সেই হারানো মানুষগুলো ফিরে আসছে জীবনে আবার, যাদের স্মতিগূলোও হারিয়ে গিয়েছিল কালের আবর্তে মনের পর্দা থেকে।

একদিকে তাদের ফিরে পাওয়ার আনন্দ আবার আরেকদিকে, ভাংগাচোরা বয়সের ভারে ন্যুজ হয়ে যাওয়া মানুষগুলোর দিকে তাকিয়ে কেমন যেন অসহায় বোধ করি। আয়নায় এখন নিজের দিকে তাকাতেও ভয় হয়। কি জানি যদি সামনে দেখা মানুষগুলোর প্রতিবিম্বই দেখি আয়নায়?

এটাই কি জীবনের আসল সত্যি? আসলেই কি একটি বৃত্ত পূর্ণ হয়ে গেছে? হাতে কি তবে আর বেশি সময় নেই? কি জানি কবে ডাক চলে আসে ওপারের কুঠুরি হতে.......................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন