বুধবার, ২৩ মার্চ, ২০১১

অবয়ব




মনের ক্যানভাসে কার ছবি ভাসে?
সময়ে অসময়ে
মনের রংতুলি চলে আনমনে
আঁকে কার ছবি মনের ক্যানভাসে
একটু একটু করে অবয়ব ফুটে ওঠে কার জানি
তুলির টান থেমে থাকে মাঝপথে
শত দ্বিধা মনের তুলির আচরনে
ছবি শেষ হয়ে ওঠে না কভু
তোমার রূপ যে দেখিনি কভু
অন্যভুবনে দুচোখ ভরে
কিংবা অন্যরূপে মনের ঘরে
শুধু অবয়বটুকু রয়ে যায়
মনের পারদবিহীন আরশিতে
অনেক কস্টে দেখতে চাওয়া ওই মুখ
মনের দৃষ্টিতে পরে না ধরা
ঝাপসা কাচের মত
ঝাপসা চোখ আর ঝাপসা একটু
অবয়ব মাত্র দেখি
থেমে থাকে মনের ক্যানভাসে আঁকা ছবি
অবয়ব হয়ে।

মনের রংতুলিগুলি
ভেজা জলে মেশে
নোনা হয়ে আসা
ঝাপসা দৃষ্টিতে
রংধনুও রঙ হারায়
ধীরে ধীরে শেষে
সাদা কালো হয়ে ওঠে
মনের ক্যানভাসে
অবয়বটুকু থেকে যায়
তবু মনের কোনেতে
আবছায়ার মত করে
শুধু অবয়ব হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন