আমা হতে, আজ আমা হতে।
তুমি ছিলে কালো মেঘের ভেতর যেন এক স্বর্ণালী আলোর কিরণ
যেন মেঘে ঢাকা জ্যোৎস্না রাতের আলো ছায়া খেলা
হয়ে গেছ আজ যেন নক্ষত্রের অস্পষ্ট আকাশ
আরো দূরে সরিয়ে নিচ্ছে তোমায় বৈশাখি ঝড়ো বাতাস
যেন ভাটার টানে সরে যাচ্ছ পাড় থেকে আরো দূরে
বহুদূরে সীমানার ওপারে কোন অচিন বন্দরের কোল ঘেসে
চলে গেছে আরো সরে।
স্বপ্নের মিনায় গড়া স্বপ্নের বাসা
ভেংগে রক্তাক্ত হয় স্বপ্নের ডানা
আমি অসহায় চেয়ে দেখি, আর দেখি, আর দেখি......
ভেংগে গুড়িয়ে যায় আমার স্বপ্নের পৃথিবী
তুমি সরে চলে যাচ্ছ দূরে, আরো দূরে, বহুদূরে
আমা হতে, শুধু আমা হতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন