মঙ্গলবার, ১৭ মে, ২০১১

গৃহত্যাগী পূর্ণিমা

আজ পূর্ণিমা
আজ জল জ্যোৎস্না
আজ পথ চলা হারিয়ে যাওয়া পথ ধরে
তোমায় খুঁজে নেয়া, হারানো মানুষের ভিরে
জল জোস্নার আলো অন্ধকারে।

আজ কোজাগরি পূর্ণিমা
বুদ্ধের গৃহত্যাগের পথ ধরে
গৃহত্যাগী হতে মন চায় নিঃশব্দ চরাচরে
তোমার ঐ বাড়ানো দুটি হাত ধরে
নীল জোস্নার আলো আধারে।

আজ অবাক করা এক চাঁদ উঠেছে আকাশে
ভাংগা বেড়ার ফাঁকে ফাঁকে একফালি জ্যোৎস্না
চুইয়ে নামছে আজ ঘুমভাঙ্গা রাতে
চুমছে আখি, হাতছানি দিয়ে ডাকে তার পানে
গৃহত্যাগের হাতছানি কে এড়াতে পারে
এই গৃহত্যাগের রাতে।

আজ পূর্ণিমা
আজ গৃহত্যাগের রাত
আকাশে ঐ এত বড় এক চাঁদ
ডাকে হাত বাড়িয়ে
আয় আয় আয়...............


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন