বুধবার, ১৮ মে, ২০১১

টুকরো কথামালাগুলি ৩

১।

বর্ষার বিকেলেতে বারি ঝরা আকাশে
আনমনে জানালায় ঝিরি ঝিরে বাতাসে
কার কথা পরে মনে মনে জাগে ভাবনা
কার লাগি পুড়ে মন প্রানে দেয় যাতনা।


কতদিন দেখা হয়নি তার সাথে
মুখোমুখি বসে, চোখে চোখ রেখে।

কতদিন কথা হয়নি তার সাথে
হাতে হাত রেখে বসে, চোখে চোখ চেয়ে।

তবু তার উপস্থিতি রয়ে যায় অনুভবে
যেনো পুরোটা অস্তিত্ব জুড়ে।


দানে পূণ্য বাড়ে
প্রেমে কামনা
ধনে লোভ জাগে
ভালোবাসায় যাতনা।



২।

মুখ ফুটে বলতে কত লজ্জা, কত হেয়ালিপনার এই অবুঝ মন
অথচ মনের ভেতরে রয়ে যায় না থাকার শুন্যতা না পাওয়ার বেদনা
অনাস্বাদিত অনুভূতিগুলি গুমরে মরে একা একা মনে মনে
বন্যার মত ধেয়ে আসা আবেগে ভাসিয়ে দেয়া প্রেমের ভেলা
হঠাৎ করেই কারো জন্য মনের ভেতর এক বুনো নিঃস্বার্থ বন্ধুত্ব
কিংবা দিগন্ত রেখার ওপারে একরোখা ভালোবাসা যার জন্য
তার তরে রয়ে যায় আমাদের অপেক্ষার সারাটা জীবন।


৩।

মনের যত আবোলতাবল ভাবনাগুলো
চলে আসে স্বপ্নের মাঝে
ভাবনা গুলি মরে গেলে কি
স্বপ্ন বিদায় নেবে দুচোখ থেকে?

নাহ,
স্বপ্ন মরে গেলে মানুষ বাঁচে কি নিয়ে?
তার থেকে ভাবনাগুলোই
স্বপ্ন হয়ে বেঁচে থাকুক দুচোখ ঘিরে
হ্রদয়ের ধ্বক ধ্বক তো শুনতে পাব তোমার
স্বপ্নের মাঝে কান পাতলে...........................

৪।

কতদিন দেখা হয়নি তার সাথে
মুখোমুখি, চোখে চোখ রেখে
কতদিন কথা হয়নি তার সাথে
মুখোমুখি, চোখে চোখ চেয়ে
তবু তার অস্তিত্ব রয়ে যায় অনুভবে
আমার পুরোটা অস্তিত্ব জুড়ে।


৫।

নক্ষত্ররা একাকি জেগে রয়
একা একা কথা কয়
নক্ষত্র ধেয়ে চলে
নক্ষত্রের পানে।


৬।

কখনো নিরালায় বসে ভেবেছ কি?
আমার হ্রদয়ের কোন অংশ জুড়ে আছ ত্নুমি।
কখনো ভাবনায় এসেছে কি?
আমার অস্তিত্বের কতখানি নিয়ে গেছ তুমি।

৭।

জীবন মানে আজ ধুঁকে ধুঁকে বেচে থাকা
স্মৃতির কারাগারে অসহায় স্বপ্নের কড়াঘাত
কিছু সুখের কিছু দুঃখের, কিছু বা শুধুই তোমার।

সুখ স্মৃতিগুলো এখন আর মনে দোলা দেয় না
কস্টের স্মৃতিগুলো পীড়া দিয়ে যায়
শুধু তোমার স্মৃতিগুলো এখনো হ্রদয় দোলায়।

৮।

কস্ট কস্ট কিছু সুখ নিয়ে বেচে আছি
দুঃখ দুঃখ কিছু অনুভবগুলি হ্রদয়ে ধরে
জীবন চলছে জীবনের মত করে
সুখে দুঃখে হাসি কান্নার ভিরে
ভালোবাসার মানুষগুলো রয় দূরে সরে সরে
জীবনে ভালোবাসা রয়ে যায় অধরা হয়ে।

৯।

চাই না আমি মৃদু আলো চাই না রোদের ঢল
চাই না আমি একটি নদীর আজলা ভরা জল
চাই না আমি সবুজ পাহাড় চাই না হাওয়ার দোলা
চাই না আকাশ তুমি হীনা রংধনুর ওই মেলা।

তোমাকেই চাই শুধু তোমাতেই তুমি তুমি
তোমাকেই নিয়ে আমি, তুমি আর আমি তুমি।


১০।

রাজকন্যা পাহাড়ের এপাড় হতে আরশীতে খোঁজে কার মুখ
রাজকুমার ওপাড় হতে পথ চায় তার
আর চাঁদের আরশীতে খুঁজে ফেরে তার রাজকন্যার মুখ
মাঝে পাহাড় দাঁড়িয়ে থাকে
দু হ্রদয়ের মাঝে, কড়ির বাঁধা হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন