পথ
- যাযাবর জীবন
জল ছুঁয়ে দিস
জলের টুংটাং
হৃদয় ছুঁয়ে যাস
হাহাকার জাগানিয়া গান;
চলতে পথে হাত ছেড়ে দিস
কান্নার জলকুমারী চোখে বাসা বাঁধে,
তবুও পথ ভিন্ন, বিভক্ত দুটি দিকে
সমান্তরাল রেলের পাতে বয়ে চলেছে;
কি দরকার ছিল বৃষ্টির কদমের
প্রগলভ যৌবনবতী রূপ ডানা মেলা
প্রথম বাদল ছোঁয়ায়;
অথবা আমার কদমে তোর কদম মেলা
দুটো পথ দুজনায়।
স্বপ্নের ভাঙা কাঁচে সেই তো পা কাটলো আমারই;
তোর নতুন মধুচন্দ্রিমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন