বুধবার, ২ অক্টোবর, ২০১৩

জীবন



জীবন
- যাযাবর জীবন

থেমে থাকে না কিছুই
কারো জন্যই,
না বৃষ্টি
না মেঘ
না হাসি
না কান্না
না কথা বলা
না পথ চলা
না জীবন
না মরণ,
শুধু একটু থমকায় হয়তো
প্রিয়জনের চলে যাওয়া;
স্মৃতির এত সময় কোথায়
জীবন পালে নতুন হাওয়া
মাটির ঘরে বসত যাহার
মাটির সাথে কথা কওয়া।

এইতো জীবন
এই নিয়তি
এটাই সত্যি
মেনে নেয়া।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন