মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

সারা সারা


সারা সারা
- যাযাবর জীবন

মারার জন্য বন্দুক কিংবা পিস্তলের গুলি?
অপচয়ের কি আছে দরকার?
আরে আরে মারতে চাইলে নারীর কাছে
অভাব কি কলার?
ভঙ্গুর হৃদয়ে একটি কলার টোকাই তো যথেষ্ট
কিংবা একটু ছলার;
আর তারপর?
চায়ের কাপে ধোঁয়া তুলে
পায়ের ওপর পা তুলে আয়েশ,
মিটিয়ে নেয়া কোমল-মতি নারীর
মনে ছিল যত খায়েশ;
আর তারপর?
শুধুই ভাবলেশহীন চোখে দেখে যাওয়া
কোন এক কালের ভালোবাসার নরের
তিলে তিলে ধ্বংস
জীবন আর মরণ সারা সারা।

কলার ছিলকায় পা পিছলালে ধপাস, হয়তো একটু কাঁদে
তবুও তো বেঁচে গেল;
নারীর কলার ফাঁদে, পড়লো তো পা গহীন খাঁদে
বাঁচলে জীবন্মৃত, নয়তো জীবন গেল
কি আসে যায় সারা সারা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন