মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

সাদাকালো


সাদাকালো
- যাযাবর জীবন

সাদা দেহ ধারণ করেই কি সাদা মানুষ হওয়া যায়?
সাদা রঙ দিয়ে তোকে কে পাঠিয়েছে দুনিয়ায়?
একটু ভাবলে, ক্ষতি কি?

কালোরে কেন রে এত ঘৃণা করিস
কালো ছাড়া কি দাম আছে,
তোর সাদা দেহের;
তা কি বুঝিস?

সাদাকালো পরিমাপের সাদাকালো চোখে
না হয় তোর আছে সাদা একটা দেহ
আর কালো অন্ধকার একটা মনে যদি দেহ থাকে ঢাকি
তবে হয়তো দুনিয়ার কাছে হয়তো তুই সাদা
আমার কাছে সেটাই অমাবস্যার অন্ধকার রে সাদা বক পাখি।

আমি কত কালো দেহে দেখেছি সূর্যের আলো
হোক না তার দেহটা দেখতে একটু
কিংবা মিশমিশে কালো
তবু আমার কাছে সেই রে অনেক ভালো;
যার আছে স্নিগ্ধ সুন্দর ধবধবে সাদা
আর আকাশের মত বিশাল একটা মন
দেহের রঙ এ কি আসে যায়?

নশ্বর দেহ আজ আছে যা, নিমিষেই তা কাল হয়ে যায়
চিরস্থায়ী মন অপার ভালোবাসায়.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন