দায়
- যাযাবর জীবন
আমি তোর খবর নিতেই থাকবো
হয় মুঠোফোনে নয় অন্য কোন ভাবে
উপায় বের করে নেব নিজের মত করে;
হয়তো প্রতিদিন
কিংবা সপ্তাহে একদিন
অথবা মাসে,
যখন তুই থাকিস যেভাবে।
কতদিন ধরে?
ঠিক ততদিন,
যতদিন অবহেলার ধোঁয়া চোখে না পড়ে
কিংবা উপেক্ষার অনুভব হৃদয় অনুভবে।
মানুষ বড্ড অভিমানী
আমি তারচেয়ে বেশি এককাঠি;
উপেক্ষার অনুভব
কিংবা অবহেলার ধোঁয়া
কেন জানি কোনটাই সহ্য হয় না;
এক একজন খুব অবহেলায় মুঠোফোন ধরে
এক একজন খুব সুন্দর করে এড়িয়ে চলে পাশ কাটিয়ে;
উপেক্ষাও যে একটা শিল্প
বুঝি নতুন করে, নতুন অনুভবে।
আমারই কেন সকল দায়
নানা রঙের সম্পর্ক রক্ষায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন