বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

হলদেটে সময়


হলদেটে সময়
-যাযাবর জীবন

চারিদিক কেমন যেন
দমবন্ধ এক অস্বাস্থ্যকর পরিবেশ
বড্ড অভাব যেন আজকাল
একটু বিশুদ্ধ বাতাসের,
প্রাকৃতিক, রাজনৈতিক
কিংবা খুব নিজস্ব আকাশে বাতাসে
একটু নির্মল অক্সিজেন নিতে;
কেমন যেন ওলোটপালট হয়ে আছে চারিদিক
অফিস আদালত, দৈনন্দিন কার্যাবলী
খেটে খাওয়া মজুরের এ দেশ
কিংবা, কি জানি? হয়তো বা রাজনৈতিক,
অথবা হয় সমস্টিক না হয় ব্যক্তিক।

এগুলোর কোন কিছুই মানে না
ক্ষুধা নামক লোভী কুৎসিত ঐ দানবটা,
পেটের ভেতর;
লকলকে জিভ বের করে ছোবল মারে
ক্ষণেক ক্ষণ পরে পরে
খাদ্যের আশায়
নাড়িভুঁড়ি মোচড়ায়
অশরীরী কি যেন একটা কামড়ায়
বুক চেরা আর্তনাদে খাদ্য চায়
পেটের ভেতরের ছুঁচোগুলো
গ্যাস্ট্রিক বিদ্রোহে;
অন্যদিকে সময় বয়ে চলে
রাজনীতি ধেয়ে চলে
ক্ষুৎ পিপাসার আর্তনাদে জীবন চলে গড়িয়ে;
রাজনীতিবিদ গণ যার যার খেলা খেলে
বড় বড় নেতাগণ রাজনীতি চর্চা করে
মুখো-ভাব নির্বিকার
করে চলেন তাঁরা দেশোদ্ধার;
পায়ের তলায় "জন" নামের "গন"দের মাড়িয়ে
কেমন যেন এক অশুদ্ধ হলদেটে সময়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন