শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

পথ


পথ
- যাযাবর জীবন

শুরুতে হাঁটি হাঁটি পা পা
পথের কিংবা জীবনের;
পথ চলার আনন্দে উচ্ছল
নতুন পথ খুঁজে নিতে
উড়ে চলা মন অদম্য চঞ্চল
নতুন পথ গড়ার নেশায়
পথ চলা অবিচল
জীবনের জয়গান
যৌবনের দৃপ্ত চলাচল।

জীবন রথের গাড়ি
সময়কে দিয়ে যায় পাড়ি
দৃশ্যমান পথের সমাপ্তি
খুব সহসাই
পথের কিংবা জীবনের;
বড্ড শ্রান্ত, বড্ড বেশী ক্লান্ত
টেনে নিতে পা দুটো
শেষ পথটুকুতে এসে
কিংবা জীবনের সায়াহ্নে।

চলাই গতি গতিই জীবন
চলার সমাপ্তি জীবনের সমাপন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন