শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

দেয়া নেয়ার পালা

দেয়া নেয়ার পালা
- যাযাবর জীবন

যতক্ষণ দেবে
তুমি ততক্ষণ মহান
ধরিত্রীর বুকে তুমিই ভগবান;
যখনি তোমার হাত একটু টান
তুমি মহা বদ লোক
হাড় কৃপণ, ধুরন্ধর
মহা শয়তান।

মানুষের অনুভবগুলো ছুঁয়ে যায় আমায়
ভালো থেকে খারাপ নিত্য হতে হতে
পাথর হৃদয়ে আঁচর কাটে হয়তো
দাগ বসে না তাতে।

তুমি তো আছই দেয়ার তরে ভাই
আমার নেয়ার কোন শেষ নাই
তোমার ভাণ্ডার শূন্য
আমি উবে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন