গাত্রবর্ণ
- যাযাবর জীবন
গিরগিটি রঙ বদলায় ক্ষণে ক্ষণে
মনের রঙের সাথে রঙ মিলিয়ে
সুখে সাদা, দুঃখে কালো
আনন্দে সবুজ, বেদনায় নীল
রাগে লাল, ঘৃণায় বেগুনী
আরো কত কি?
মন বদলের সাথে সাথে রঙ বদল
চারিপাশে খোলা চোখে নিত্যই দেখি।
মানুষ হয়েও আমি
রঙ বদলানো শিখিনি
সেই জন্ম থেকে আজ অবধি
না দেহের না মনের
গায়ের চামড়ার ওপর আজো
অন্য কোন রঙ বসেনি;
লোকে বলে রঙ একটু মজা
আমি বলি পাতিলের পোড়া তলা,
দিনে কিংবা রাতে
সূর্যে আর ছায়ায়
অমাবস্যায় বা পূর্ণিমায়
কালো, সে যে কালোই থাকে,
প্রখর সূর্যতাপ পুড়িয়ে পুড়িয়ে
তাই গাত্রবর্ণ বদলাতে পারে নি।
লোকে বলে দেহ বর্ণের মত
আমার মনটাও নাকি অমাবস্যার কালো
আমি বলি, তাই ভালোরে তাই ভালো
রিপুর আছর তো তাতে পড়ে নি!
লোভে কিংবা পাপে
তাইতো আজো মনের রঙ বদলেনি।
সময়ের সাথে সাথে ভিতর আর বাইরে
গিরগিটির খোলস যে পড়ি নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন