বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

স্মৃতি

স্মৃতি
- যাযাবর জীবন

পাহাড়ের কোল ঘেঁষা পাহাড় সারি
দাঁড়িয়ে রয়,
জড়িয়ে ধরে কথা কয়;
সাগরের অবিরত ঢেউয়ের রাশি
আছড়ে পড়ে,
গায়ে গা লাগিয়ে রয়,
সুখে দুঃখে
পাশে থেকে
একে অন্যের ওপরে এসে
গা ঘেঁষে গায়ে মিশে
অবলীলায় ভালোবেসে;
দুঃখের ঢেউয়ে আছড়ে পড়া সুখ সুখ অনুভূতি
কিংবা সুখের পাহাড়ে রাঙ্গানো বিষ বিষ দুঃখ-তুলি
ছবি আঁকে
আঁচড়ায়
কামড়ে ধরে
মনে মনে,
পাহাড় সম স্মৃতিগুলো
রয়ে যায় খুব গোপনে
অঙ্গাঙ্গী জড়িয়ে
তোর আর আমার মনের ঘরে
তপ্ত ঘৃণায় পুড়ে পুড়ে
কিংবা ভালোবেসে মনে করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন