মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

ভালোবাসার যতিচিহ্ন

কতজন কতরকম প্রেমই না করে! তোর আর আমারটা কি ভিন্ন? 

অথচ দেখ! এক এক করে জীবনে চলে এসেছে কতগুলো যতিচিহ্ন!  


যেদিন তোকে প্রথম দেখি মন বলেছিলো আহা! সুন্দরীতমা! 

হৃদয়ের কোথায় জানি কামড় দিয়েছিলো প্রেমের ছোট্ট একটি কমা,


তারপর সময়ের সাথে সাথে চোখের ইশারা আর আমাদের মন লেনদেন  

সম্পর্ক ততদিন জুরে দিয়েছিলো প্রেম নামের এক হাইফেন,  


যেদিন প্রথম হাতে হাত ছুঁয়ে দিয়েছিলি সেদিন মনে কি যে এক শিহরণ! 

আর আমাদের দুটি মনেই ভালোবাসার সেমিকোলন;


একদিন অবাক হয়ে তোকে দেখলাম রিক্সায় একটা ছেলের সাথে, আমার মাথা শূন্য 

সেদিন চমকে উঠেছিলাম আর চোখে অবিশ্বাসের বিস্ময়বোধক চিহ্ন! 


তারপর থেকেই দেখতাম তোর আচরণ কেমন যেন ছাড়া ছাড়া ভিন্ন,

আর আমার মনে জেগে উঠছিলো একগাদা প্রশ্নবোধক চিহ্ন? 


তারপর একদিন তোর বিয়ের কথা জানিয়ে দিয়ে আমার সাথে নিয়ে নিলি আড়ি,

সেদিন থেকেই আমাদের ভালোবাসায় চলে এসেছিলো দাড়ি।




০৮ মার্চ, ২০২২


#কবিতা 


ভালোবাসার যতিচিহ্ন

 - যাযাবর জীবন 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন