মোম পুড়া মন
- যাযাবর জীবন
মোম না পুড়লে আলো কোথায়?
মন পুড়ে ভালোবাসায়;
অনেক পুড়েছিস তুই নিরাশায়
দিশাহারা হয়েছিস খুঁজে আমায়;
আমি প্রেমের নই, কান্নার
আমায় ছুঁতে গিয়ে তুই হারিয়েছিস বহুবার
এবার'তো থিতু হ মনঘুমে
শান্তি নেমে আসুক তোর চোখচুমে;
আমি ছাই হয়েছি বহু আগে
এখন শুধু অপেক্ষা ঘুমোবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন