অজানায় ভাসা ডোবা
- যাযাবর জীবন
আ তে আমি
আ তে আকাশ
তুই চাঁদনি, আমার আকাশের চাঁদ;
কিছু নীরবতা
কিছু কলরব
দিনভর ভেসে চলা, রাতভর প্রেমালাপ;
ঢেউ ছাড়া নদী
আর চাঁদনি বিহীন চাঁদ
তুই ছাড়া আমি
প্রেমহীন প্রেমালাপ
ত তে তুই
ত তে তৃষ্ণা
ঠোঁটটা বড্ড শুকনো লাগে আজকাল;
কিছু চুমু
কিছু আদর
ঠোঁটে ঠোঁটে ডুব, স্বপ্ন দেখি না বহুকাল;
চল ভাসি নদীজলে
চল ডুবি বেদনাতে
বান ডাকি ভালোবেসে
ডুবে ভেসে মিলেমিশে, একসাথে একসাথে;
চল ডুবি চাঁদরাতে
ঠোঁটে ঠোঁটে দুজনাতে
আয় প্রেম করি চাঁদের ছাঁদে
তুই, আমি, চাঁদ আর চাঁদনি, মিলেমিশে একসাথে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন