শব্দ দূষণ
- যাযাবর জীবন
মুখ দিয়ে কত কথাই না বলে লোকে
ক্রমাগত ক্রমাগত,
আমার কানে শব্দ গুঞ্জন অবিরত অবিরত
আদতে শুনি কতটুকু? মনপেতে;
কত রকম শব্দই না আছে পৃথিবীতে!!!
আমি ততটুকুই শুনি
ঠিক যতটুকু নিতে পারে মন,
বাকিটা বাতাসে উড়ুক
রৌদ্রে পুড়ুক
ভেসে যাক জলে
কিংবা কুয়াশা হয়ে ঝরে পরুক শীতের রাতে;
আমার কি যায় আসে?
কারো বাচালতা
আমার কানে অহেতুক গুঞ্জন
কথার গ্রহণযোগ্যতা ততটুকুই হওয়া উচিত
যতটুকু সামাজিক শোভন,
প্রেম আহ্বান?
আমি মনবধির, বড্ড সেকেলে;
আমার কানে শব্দ দূষণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন