রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

একসাথে


একসাথে
- যাযাবর জীবন


আমি তো বলি নি তোকে চুমু খাব
আমি বলি নি তোকে ভালোবাসি;
শুধু ডুব দিতে চেয়েছি তোর ভেতর,
জলকুমারী;

বড্ড ভয় তোর মনে
যদি ভালোবেসে ফেলিস
তাই না রে?

আরে গাছের সাথে কি আর ভালোবাসা হয়?
তোর তো এখন বয়ে যাবার সময়;

দেখ, চাঁদ উঠেছে
দেখ, জল বইছে নদীতে
চল ডুবি
একসাথে তুই আর আমি,
জলকুমারী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন