জীবন জীবনের ভাঁজে
- যাযাবর জীবন
সবাই মানবিক হতে পারে না
তোমাদের মত,
শিক্ষা দীক্ষায়, আচার আচরণে;
সবাই মানসিক হতে পারে না
আমার মত,
বোঝালেও না বুঝে;
জীবনের এক এক মোড়, জীবন বোঝে;
টাকা, পয়সা, স্বার্থ, সম্পর্ক
সবই জীবনের প্রয়োজনে।
মানুষ চাকচিক্য খোঁজে
আমি জীবন যুঝি, জীবনের ভাঁজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন