সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

নিঃস্বঙ্গতা

নিঃস্তব্ধতা খেলা করে আজ
মনের কবিতার ভিরে
নিঃস্বঙ্গতা ঘিরে রাখে সারা মন
শুধু, তুমি থাক মন জুড়ে
আপনার চেয়ে আপন যে জন
পড়ে আছে আজ দূরে
বারে বারে তারে মনে পড়ে পড়ে
মন যে কেমন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন