সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

খুঁজে ফিরা


ডানা মেলে দিয়ে
আকাশের গা ঘেসে
উড়ে চলা কিছু পথ
পাহাড়ের গা ভেসে
নীল নীলিমার কোল ছুঁয়ে
উড়ে চলা দিগন্তের পানে।

ক্লান্ত জীবন
ক্লান্ত সময়
তবুও ডানা মেলতে হয়
আকাশের গায়
বেচে থাকার তাগিদে
কিংবা নতুনের সন্ধানে
অথবা তোমায় খুঁজে ফিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন