সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

পাহাড় ডাকে

মাদল বাজছে পাহাড়ে
ডাকছে পাহাড় আমারে
দ্রিমিত দ্রিমিত মাদল
মাদকতা ছড়ায় মনে প্রানে।

পাহাড় ডাকছে আমারে
যেতে হবে দ্রিমিতার কাছে
মহুয়ার মাতাল হাওয়া
প্রানে তোলে নেশার ছায়া।

মাদল বাজছে পাহাড়ে
যেতে হবে আমারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন