কোন একদিন হয়তো
জীবনে আসবে সেদিন আমার
যেদিন না দেখা স্বপ্নগুলো
ভেসে ওঠবে চোখের পরে
না পাওয়া যত চাওয়াগুলো হবে পূর্ণ।
অনেক প্রতিক্ষার প্রহর গুনে গুনে
হয়তো সেদিন সে আসবে ঘরে
হয়তো থাকবে সে আমার খুব কাছাকাছি
রাখতে চাইবে হাতে হাত দুটি
চলতে চাইবে কিছু পথ
চরণে চরণ এক সাথে মিলে
স্পন্দিত বুকে মাথা রেখে আবেগে
মিশে যেতে চাইবে আমাতে আমা হয়ে।
হায় সে দিন হয়তো আমি আর
থাকব না তার হয়ে
হাত দুটি মোর বুকের পরে
পড়ে রইবে আড়াআড়ি
পা দুটি টান টান হয়ে দক্ষিণমুখী
হ্রদয় স্পন্দন শুন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন