সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

ভালোবাসার পরিনাম - মাটির ঘর

সময় বয়ে চলে ঝড়ের গতিতে
তোমার জীবনে
সুখের আবেশে কাজের মাঝে
সকাল না হতেই বেলা বয়ে যায়
দুপুর গড়িয়ে আসে
রোদ মাথার উপর উঠতে না উঠতেই
বিকেল গড়ায়
সন্ধ্যা নামে ধড়াচড়ে
নেমে আসে নিষক কালো রাত
সময় বয়ে যায়
সুখের সময়টুকু তোমার
দিনের ব্যস্ততায় কেটে যায়
আর রাত কেটে যায়
ঘুমের মাঝে স্বপ্ন দেখায়
সুখের হাতছানি তোমার কপলে
স্পর্শ বুলায়
আমার কথা ভাবার সময় কোথায় তোমার?

সন্ধ্যার আলো নিভে আসে যখন
অন্ধকার গভীর হতে হতে গহীনে নেমে পড়ে
যখন তারগুলোও মিটমিট করা বন্ধ করে দেয়
যখন চাদ মুখ লুকোয়া সূর্যের অপর পৃস্ঠ গিয়ে
আমাকে আলো দিতে হবে বলে
তখন আমার দিন শুরু হয়
তোমার কথা ভেবে
তোমার ব্যথায়
হ্রদপিন্ডের নিলয়ে বয়ে চলা লাল রক্তগুলি
বেদনায় নীল হয়ে
শুধু তোমার কথা ভেবে।
ঘোর অমাবস্যায় জীবনটাকে ঢেকে দিয়ে
যে রাতের কোন আদি নাই, অন্ত নাই
শুধুই কালো রাত রয়ে যায়
আলোর আশায়
তোমার প্রতিক্ষায়।
আমি অনেক চেস্টা করে যাই
পাথরে পাথর ঠুকি, করে হাত রক্তাক্ত
যদি একটু আলোর ঝলকানি দেখা পাই
হায় সেথা হতে শুধু রক্তই ঝরে পরে
নীল বেদনায় কালো কালো অন্ধকারের
রূপ নিয়ে।
আচ্ছা বলতো, পাহাড় কি আর ঠেলে সরানো যায়
একা একা, যদি হাত না বাড়াও
কিংবা পাথর কি আর ভাংগা যায় মাথা ঠুকে
যদি না ভালোবাসার ঢাল নিয়ে দাড়াও পাশে
কিংবা কাঠ ফাটা রোদ্দুরে একটু ছায়া
যদি না মাথার ওপর তোমার আচল বিছাও।

আচ্ছা বলতো সাগড়ে কতটা জল আছে
কিংবা আকাশে কতগুলি তারা
হিমালয় বেয়ে নেমে আসে কতটুকু বরফ
আর এন্টারটিকায় বরফ গলে নেমে আসে
কতটুকু পানি?
কখনো মেপে দেখেছ কি?
তাহলে কোন সাহসে আমার ভালোবাসার
পরিমাপ কর তুমি
সুখের নিদ্রায় শুয়ে শুয়ে
সাথী কে সংগে করে নিয়ে
আমাকে অপেক্ষায় রেখে
আরেকজনের ঘর হতে ডেকে নিয়ে
পরিমাপ যন্ত্র হাতে দিয়ে
তোমার জন্য ভালোবাসার পরিমাপ
লিখে আনতে বল আজ।
আমি সেদিনও বলেছিলেম তোমায়
আজো বলি,
আমার ভালোবাসায় পরিমাপ করতে চাও তো
মেপে নাও আকাশের পরিমাপ
কারন নীলাকাশ জানে আমার ভালোবাসার নীল দুঃখগুলোকে
যেগুলোকে বুকে ধরে ধরে সে হয়ে ওঠে গাড় নীল মাঝে মাঝে

আর বিস্তৃতি ছড়াতে ছড়াতে গিয়ে
ঠেকে সপ্তাকাশ পানে
শুধু আমার ভালোবাসাকে তার বুরকে ধরে রাখতে।

তাই তো তোমাকে বলি শুখের ঘরে
সোনার পালংকে শুয়ে আমার ভালোবাসায়
পরিমাপ করতে যেও না কখনো;
আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে
যেদিন আমাকেও শোয়া পাবে তোমার মত করে
সাড়ে তিন হাত মাটির ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন