ঋণাত্মক প্রেম
- যাযাবর জীবন
কাপড়ের ওপরে সব সুন্দরী রমণী
ভেতরটা কারো সাদা তো কেও বহু-গামিনী
লকলকে রিপুর জিহ্বা সবারই পায়ে ঠেকে
পুরুষের বয়স; কে আর দেখে?
প্রেম প্রীতি ভালোবাসার মধুর বাণী
পুরুষের ছলা কলা, সবাই জানি
মেয়ে মানুষ! সব ধোয়া তুলসী পাতা
আড়াল লাগে তাদের, লাগে মাথার ওপর ছাতা;
প্রেম, প্রীতি, ভালোবাসা? ছলনার কথা
বিছানায় জড়াজড়ি, প্রেমের মোদ্দা কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন