শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

লাগাম


লাগাম
- যাযাবর জীবন

হৃদয়ে ভায়োলিন বাজার সময়টাতে
মনের চালে প্রেমের বৃষ্টিধারা
ভেজা সম্পর্কের শুরুতে লঘু সম্বোধনের ঝড়;
জান, বেবি, কলিজা, ফেপসা, গুর্দা
মিস ইউ, উম্মা উম্মা
তোমারে ছাড়া জীবন চলে না;
আরও কত কথা?

রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝির আগুনে পুড়ে
যখন সন্দেহের ধোঁয়ায় ছেয়ে যায় হৃদয়
গুরু সম্বোধনের টর্নেডো সম্পর্কের সমাপ্তির ঘণ্টা বাজায়;
এর বাচ্চা, ওর বাচ্চা, xxx বাচ্চা
তোর জন্য জীবন বেড়াছেড়া
ভালোয় ভালোয় বিদায় হ এবার;
মোদ্দা কথা।

সম্পর্ক গড়ে কিংবা ভাঙ্গে জিহ্বার বদৌলতে;
মুখের লাগাম দিতে জানে কজন?
শুরুতে কিংবা সমাপ্তিতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন