রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

তোতে



তোতে
- যাযাবর জীবন

হৃদয়ের কাদাভেজা উঠোনে প্রেমের চিৎপটাং
হরহামেশাই,
হাতের উল্টোতালুতে চোখের লবণ চাটা
যখন তখন,
প্রেমের সূচনায়
উন্মত্ত আদর ঝড়ে উল্টানো ছাতা'তে মাছের ডিম ভাসে
বৃষ্টিতে কি যায় আসে?
কে বলেছে কামের সূত্রপাতে শুভদৃষ্টি হতেই হয়?
আগুনের পাশে বরফ থাকলে একটু তো কামভেজা হবেই,
কিংবা নারীর পাশে নর
আর আমার পাশে তুই থাকলে তো কথাই নেই,
ঠোঁটে ঠোঁট লাগানোতে তোর জুরি নেই;

সব ঠোঁটে কি আর চুমু খাওয়া যায়?
আমার শুধু তোকেই প্রয়োজন;
সেই প্রথম থেকে এখন পর্যন্ত
মাখামাখি হতে
তোতে আর তোতে
ঘর্মাক্ত ভালোবাসায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন