সময়-ঘড়ি
- যাযাবর জীবন
জীবনটা নদীর মত
বয়ে চলে
ক্ষণে জোয়ার ক্ষণে ভাটা
নদীর জলে;
সময়টা মুঠোর বালু
ঘড়ি টিক টিক চলে
যতই ধরতে যাই
সময় মুঠো গলে;
যদি সময়কে থমকে দেয়া যেত
কিংবা জীবনটাকে;
না হত বিগ-ব্যাং
না হত পৃথিবী
না থাকত সময়
না পেতাম জীবন;
অন্য ভুবনের জীবন কি পৃথিবীর মত?
ওখানেও কি সময়-ঘড়ি টিকটিক করে?
বড্ড জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন